ব্রেকিং

x

আখাউড়ার সমাবেশ থেকে গণহত্যাকারিদের বিচার দাবি জামায়াতের

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

আখাউড়ার সমাবেশ থেকে গণহত্যাকারিদের বিচার দাবি জামায়াতের

জুলাই গণহত্যাসহ সকল হত্যার বিচারের দাবি জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ থেকে। উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে এ দাবি উঠে।


গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. গোলাম ফারুক। উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সানাউল্লাহ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আতিকুল ইসলাম, আখাউড়া পৌর জামায়েতের আমির মোরশিদ আলম, পৌর জামায়েতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান কাশগরি, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আজিম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সিফাত উল্লাহ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান।


সমাবেশে বক্তারা বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা দিয়ে পৈশাচিক ভাবে পিটিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে হত্যার পর লাশের উপর নৃত্য করেছিল। কথিত বিচারের নামে জামায়াতে ইসলামীর সাবেক আমীরসহ সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করেছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে । ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আলেম ওলামাসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার নির্দেশে অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!