ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ৬০০ পরিবার। আজ বৃহস্পতিবারও ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকছে। বাড়িঘর, ফসলি জমি, গাছপালা, মাছের প্রজেক্ট, পুকুর জলাশয়ে ভেসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার মানুষ। অচল হয়ে পড়েছে আখাউড়া স্থলবন্দরের সমস্ত কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন। বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে সেনাবাহিনীর পাশাপাশি ছাত্ররাও বন্যার্তদের সহায়তায় কাজ করছেন।
খোজ নিয়ে দেখাগেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়নে গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। হাওড়ানদী ও জাজির খাল দিয়ে ভারত থেতে তীব্র গতিতে পানি নামছে। পানির তোরে মাছের প্রজেক্ট, জলাশয় ও পুকুরের পাড় ধসে কোটি কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সেই সাথে প্রায় ৪ হাজার হেক্টও জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছপালা ও রাস্তার পাড় ভেঙ্গে চলাচল অনুযোগী হয়ে পড়েছে এই তিন ইউনিয়নের সব রাস্তাঘাট। পানিতে ভাসছে হাজার হাজার মানুষের ঘরবাড়ি মালামাল। মনিয়ন্দ এলাকায় হাওড়ানদীর বাধ ভেঙ্গে তলিয়ে গেছে নতুন আরো কিছু এলাকা। আজও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের সমস্ত কার্যক্রম যাত্রী পারাপার ও আমদানী রফতানী বানিজ্য অচল হয়ে পড়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজীর খালসহ বিভিন্নস্থানে পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে আরো নতুন করে এলাকা প্লাবিত হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক সুশান্ত সাহা জানান, পাহাড়ি ঢলে ১৯৫ হেক্টর শাক সবজির জমি, ১২২ হেক্টর আমনের বীজতলা, ৩৪৪০ হেক্টর রোপা আমন ধানের জমি পানিতে নিচে তলিয়ে আছে। দ্রæত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। এক সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চুড়ান্ত প্রতিবেদন তৈরী করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সাথে সাথে দুর্গতদের মাঝে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com