ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ৫ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার তুলাইশিমুল গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকালে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের অটোরিক্সা চালক সোহেল রানা (৩২) আখাউড়া উপজেলার কর্ণেল বাজার এলাকায় অটোরিক্সাসহ অপহরণ হয়। পরে তার মুক্তিপণ দাবী করে স্ত্রী রোকসানা বেগমের নিকট অপহরণকারীরা ৫ লাখ টাকা চায় ফোন করে। তার স্ত্রী এই ঘটনা আখাউড়া থানা পুলিশকে জানায়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তুলাইশিমুল গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মেহেদি হাসান হৃদয় (২৯), অনিক মিয়া (২৫), মো: তুষার আহমেদ (১৯), পারভেজ মিয়া (২০) ও মো: রাসেল মিয়া (২১) নামে ৫ অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করে এবং সোহেল রানার অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়। এর আগে সোহেল রানা ওয়াশরোমে টয়লেট করার কথা বলে রাতে তাদের নিকট থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি অপহরনের মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়াকে অপরাধ মুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। অপরাধ করে পুলিশের হাত থেকে কেউ রক্ষা পাবেনা বলেও তিনি জানান
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com