ব্রেকিং

x

আখাউড়ায় ৪ ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সোমবার, ০৫ মে ২০২৫ | ৮:৫০ অপরাহ্ণ

আখাউড়ায় ৪ ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার লাল বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক জি, এম রাশেদুল ইসলাম।


উপজেলা প্রশাসন জানায়, সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের লাল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মিসব্র্যান্ড ওষুধ বিক্রয় ও ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকায় লোকমান বেগ (৪০) নামে ওষুধ ব্যবসায়িকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় একই বাজারের মাছের আড়তদার তাপস দাস (৫১)কে এক হাজার টাকা, আব্দুল কাদির (৩৮)কে এক হাজার টাকা ও এনামুল হক ডিপটি (৫৬)কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জি, এম রাশেদুল ইসলাম জানান, মাছের আড়তদার তিনজনকে স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ আইনে অর্থদণ্ড করা হয় এবং ১৯৪০ ওষুধ আইনে এক ওষুধ ব্যবসায়িকে অর্থদণ্ড করা হয়। উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!