আজ সোমবার আখাউড়া থানা পুলিশের অভিযানে ৪ অপরাধী গ্রেফতার হয়েছে। উপজেলার মনিয়ন্দ ও আখাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিস্ফোরক আইনে জালাল সরকার নামে এক ব্যক্তিকে প্রথম গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জালাল সরকার মনিয়ন্দ হরিপুর গ্রামের ফডো মিয়ার পুত্র। পরে পুলিশ অভিযান চালায় মনিয়ন্দ বিজিবি ফাড়ি এলাকায়। এখান থেকে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কালা মিয়া ও বাবুল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা মনিয়ন্দ গ্রামের কাদির মিয়ার পুত্র। আখাউড়া রেলস্টেশনে অভিযান পরিচালনা করে পুলিশ গ্রেফতার করে সোহেল মিয়াকে। তাকে বিস্ফোরক আইনে গ্রেফতার করা হয়। ঠিকানা ভাসমান দেখানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ বিরোধী পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com