ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার নয়াদিল ও জাঙ্গাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল ও জাঙ্গাল গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এসময় ওবায়েদুল হক ভুট্টু (৩৫), রফিক মিয়া (৩৭) ও মো: টিপু মিয়া (২৭) নামে তিন ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com