ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায় গরিব পরিবারের মধ্যে ঈদের উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার দেবগ্রামে জিয়া প্রবাসী প্রত্যাশা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০০ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
এই সংগঠনের সভাপতি রকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসিব হুমায়ুন, মো: হারুনুর রশিদ ভুইয়া, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক আক্তার খান ও সমাজ সেবক আলমগীর খান,পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো: ইমরান মোল্লা, পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: শিপন খান প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আজিম রশিদের নেতেৃত্বে সভাপতিসহ যাদের অনুদানে এই আয়োজন করা হয় তাদের মধ্যে রয়েছেন জিয়া প্রবাসী প্রত্যাশা সমাজকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মানিক ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি রুহুল আমিন, রহমত খান, যুগ্ম সাধারন সম্পাদক আদনান বিন হুমায়ুন, শিমুল খান, সাজু খান, জুয়েল খান, সহ-সাংগঠনিক সম্পাদক টিপু খান প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক জানান, উপজেলার অসহায় দরিদ্র ২০০ পরিবারের মধ্যে প্রত্যেকে পরিবারকে ঈদের বাজার করার জন্য ৫০০ টাকা করে ঈদ উপহার দেয়া হয়েছে। তাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com