ব্রেকিং

x

আখাউড়ায় ১০ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত এক চিকিৎসক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় ১০ মাস ধরে হাসপাতালে অনুপস্থিত এক চিকিৎসক

রোগীদের নানা অভিযোগে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক রোকেয়া বেগম ১০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কর্তৃপক্ষ বার বার চিঠি দিলেও তার সাড়া মিলেনি। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে খোজ নেয়ার সময় এই তথ্য জানাগেছে। যোগদানের কিছুদিন পর থেকে কর্মস্থলে আসা বন্ধ করে দিয়েছেন চিকিৎসক রোকিয়া বেগম। যতদিন ছিলেন সপ্তাহে দুই বা একদিন অফিস করেন আবার অফিসে আসলেও রোগী দেখতে অনিহা প্রকাশ করতেন। এ নিয়ে তার প্রতি রোগীদের ক্ষোভ ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জানুয়ারী মাসে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন গাইনি বিভাগের চিকিৎসক রোকেয়া বেগম। মাসখানেক তিনি হাসপাতালে অফিস করেছেন।


হাসপাতাল সূত্রে আরো জানাগেছে, মাসখানেক তিনি থাকলেও সপ্তাহে দুই একদিন এসে কিছু সময় থেকেই চলে যেতেন। রোগী দেখার বিষয়েও তার তেমন কোনো আগ্রহ ছিল না। কোনো রোগী তার কক্ষে পাঠালে রাগ দেখাতেন। এতে রোগীরা তার প্রতি অন্তোষ ছিল। অনেক রোগী হাসপাতালেই তার বিরুদ্ধে ক্ষোভ দেখাতেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যোগদানের জন্য একাধিক বার চিঠি দিলেও কোনো সাড়া পায়নি। বিষয়টি সিভিল সার্জন কার্যালয়কেও অবহিত করা হয়। এরই মধ্যে জানা যায়, তিনি অস্ট্রেলিয়ায় চলে গেছেন। তবে এ জন্য তিনি কোনো ধরনের অনুমতি নেননি কিংবা যাওয়ার পর কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেননি।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান বলেন, চিকিৎসক রোকেয়া বেগম অনুপস্থিত রয়েছেন। হাসপাতাল থেকে একাধিক চিঠি দিয়েও সাড়া তার নিকট থেকে সাড়া মিলেনি। পরে অন্য একটি মাধ্যমে জানতে পেরেছি ওনি অস্ট্রেলিয়ায় চলে গেছেন। ওনার পদটি খালি করে যেন আরেকজনকে পদায়ন করা হয় সেই বিষয়ে সিভিল সার্জনের কাছে পুনরায় চিঠি লেখা হবে বলেও তিনি জানান।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া জানায়, ওই চিকিৎসক ফোনও ধরেন না কিংবা কোনো চিঠিরও জবাব দেন না। তিনি দেশে আছেন কি নেই সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘কাগজে-কলমে এখনো ওই চিকিৎসক আখাউড়াতে কর্মরত। তবে ওনার বেতন-ভাতা বন্ধ আছে। শুনেছি মাঝখানে তিনি ডেপুটেশনে ঢাকার হাসপাতালে যোগদানের আদেশ করান। কিন্তু এ বিষয়ে তিনি কিছু অবগত করেননি কিংবা আমরা এ সংক্রান্ত কোনো চিঠিও পাইনি। ওনার জায়গায় যেন আরেকজনকে পদায়ন করা হয়, সেই বিষয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। পাশাপাশি ওনার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সেটি লেখা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!