ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। নিহত মোহন মিয়া পৌরসভার তারাগন গ্রামের শফিকুল ইসলামের সন্তান। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে সবার ধারনা। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে অভিমানে মোহন তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মো. আবির জানান, মোহনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com