আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সহ ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। চার বছর আগে আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগে সোমবার রাতে এই মামলা দায়ের করেন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ। এদিন রাতেই মামলার এজাহারভুক্ত আসামী জালাল সরকার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা গেছে ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। হামলাকারীরা আওয়ামীলীগের নেতা হওয়ায় ওই সময় মামলা করা সম্ভব হয়নি। জানতে চাইলে মামলার বাদী তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন থানায় মামলা দায়ের করেছি।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম বলেন মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত নামা আরো ৬০ থেকে ৭০ জন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com