ব্রেকিং

x

আখাউড়ায় সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবী করে পোস্টার লাগানো যুবক গ্রেফতার

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ১:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবী করে পোস্টার লাগানো যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি দাবী করে পোস্টার লাগানো যুবক রাজিব ভুইয়া (২৮) গ্রেফতার হয়েছে। ডেভিল হান্ট অভিযানে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দ্বিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাজিব ভুইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত জলফু মেম্বারের ছেলে। পোস্টারগুলো কে তাকে দিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত পুলিশ তা খতিয়ে দেখছে বলেও তিনি জানান।


জানাগেছে, গত ২১ ফেব্রুয়ারী গভীর রাতে সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবী করে উপজেলার গাজীর বাজার এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয়। পোষ্টারে লেখা ছিল মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপসহীন জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!