ব্রেকিং

x

আখাউড়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, প্রতিদিন থাকবে ভ্রাম্যমান আদালত

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন, প্রতিদিন থাকবে ভ্রাম্যমান আদালত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানের বাজার নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। বাজারের অস্থিরতা ঠেকাতে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। প্রতিদিন উপজেলার বাজারে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজন মুদি দোকানীকে জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্যের তালিকা না থাকায় মুদি দোকানী স্বপন পাল ও মনির মোল্লাকে ৩ হাজার করে ৬ হাজার টাকা এবং রিপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুমি মো: ফয়সল আহমেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, রমজানে আখাউড়ায় বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। প্রতিদিন বাজারে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এবার অসৎ ব্যবসায়িরা বাজারকে অস্থির করে তুলতে পারবেনা। কেউ চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এবার রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করবে। দোকানে দ্রব্যমূল্যের তালিকা থাকতে হবে। পাইকারী ব্যবসায়িরা যদি খুচরা ব্যবসায়িদের নিকট মাল বিক্রি করে তাহলে পাকা রশিদ দেখাতে হবে। খুচরা বিক্রেতারাও ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে হবে। রশিদে তারিখ ও মূল্যের পরিমান লেখা থাকতে হবে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূল্য নিলেই একশনে চলে যাবে প্রশাসন। ব্যবসায়িদের কোন অজুহাত আমলে নিবেনা ভ্রাম্যমান আদালত। মূল্য তালিকা সর্বসাধারণ দেখতে পারবে এমন স্থানে রাখতে হবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!