ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়িসহ ৭ জন গ্রেফতার হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ মঙ্গলবার দুপুরে গণ্যমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুলিশ পৌরসভার মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো: আনিছ মিয়া (৫৩)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
একই রাত সোয়া ৭টার দিকে পুলিশ অভিযান পৌরসভার টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ মো: আল আমিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। রাত ১০টার দিকে উপজেলার আমোদাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো: ইয়াছিন (২৪) নামে অপর এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
এদিকে একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মো: জাকির হোসেন, হেলাল ভুইয়া, দুলাল ভুইয়া, ও জালাল ভুইয়া নামে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদক ব্যবসা ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com