ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী যুবলীগ নেতাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার তন্তর এলাকা থেকে স্থানীয় ধরখার ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো: জাকির হোসেন (৪২)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশ উপজেলার মনিয়ন্ধ নোয়ামুড়া থেকে শিহাব মিয়া (২০) ও মোগড়া বাজার থেকে আব্দুল কাদের (২২) নামে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে চোরাই পন্য বিক্রির ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এই চোর চক্র গত ১৩ ফেব্রুয়ারী স্থানীয় মোগড়া বাজার মসজিদ রোডের নিরালা ডেকোরের্টার্স থেকে ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় চুরির মামলা রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com