ব্রেকিং

x

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ৯:১০ অপরাহ্ণ

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আখাউড়ায় মো: হোসেন আলী নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার গোয়াল গাঙ্গাইল নামক স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ওসি তদন্ত মো: ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে আখাউড়া থানা পুলিশ গোয়াল গাঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হোসেন আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী উপজেলার গাঙ্গাইল গ্রামের আলী আকবরের পুত্র। তার বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় মামলা ছিল, পরে আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে পলাতক থাকে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!