ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের বাজারে অতিরিক্ত মূল্যে মুরগি ও গরুর মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকালে পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ৬ হাজার টাকা জরিমানা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহির নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, আজ রোববার বিকাল ৩টার দিকে ঈদের বাজার মনিটরিং করার সময় পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত মূল্যে মুরগী ও গরুর মাংস বিক্রি করায় শাহ আলম (৫৫) ও সাদ্দাম হোসেন (৪০) নামে দুই মুরগির ব্যবসায়িকে এক হাজার করে দুই হাজার টাকা, মুরগি ব্যবসায়ি মানিক মিয়া (৪৫) ও গরুর মাংস বিক্রেতা বিল্লাল হোসেন (৪২)কে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহি জানান, উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং চলছে। এই অবস্থায় কেউ অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রির চেষ্টা করলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com