ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদক ব্যবসায়িসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৩টার দিকে আখাউড়া পৌরসভার টানাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১ পিস ইয়াবাসহ মো: শান্ত আহমেদ (২০) নামে এক মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শান্ত আহমেদ কুমিল্লা মুরাদনগর উপজেলার ছোট আলিয়ারচর গ্রামের মনিরুল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
পুলিশ আরো জানায়, একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৬ আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল মো: সবুজ ওরফে আল আমিন, মো: মামুন মিয়া, শাহনেওয়াজ খন্দকার, নিপা আক্তার, আশরাফুল হক ও সাহানা আক্তার।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়া উপজেলায় মাদক ও সকল অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com