ব্রেকিং

x

আখাউড়ায় মহিষের গুতোয় কৃষকের মৃত্যু

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ৯:৫৩ অপরাহ্ণ

আখাউড়ায় মহিষের গুতোয় কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর পাড়ে ইয়াদ মোল্লা খাদেম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার খড়মপুর এলাকার তিতাস নদীর পাড় থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।


পরিবারের লোকজনের ধারণা, ইয়াদ মোল্লা মহিষের গুঁতোয় মারা গেছেন। তিনি গরুকে ঘাস খাওয়ানোর জন্য সকালে নদীর পাড়ে গিয়েছিলেন। সেখানেই গরুর পাশাপাশি কয়েকটি মহিষও চড়ানো ছিলো বিধায় তারা এ ধারণা করছেন।
ইয়াদ মোল্লার ছেলে অপূর্ব মোল্লা জানান, স্থানীয় লোকজন তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন। পরে তারা ভ্যানে করে লাশ বাড়িতে নিয়ে এসেছেন। শরীরের আঘাতের চিহ্ন দেখে সবাই ধারণা করছেন মহিষের গুঁতোয় তিনি মারা গেছেন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহনুর ইসলাম জানান, বিষয়টি আখাউড়া থানায় অবগত করা হয়েছে তবে ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এলাকায়। এ বিষয়ে সদর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!