ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারজন চাল ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে পাটজাত মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাষ্টিকের মোড়কে রাখার দায়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সাল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মো: শাহজাহান ব্যাপারী (৬৫), মামুন হোসেন (৩০), ইউসুফ আলী ভুইয়া (৬৯) ও মো: ইকবাল (৩৩) নামে চারজন চাল ব্যবসায়িকে নয় হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাট উন্নয়ন কর্মকর্তা মো: হাফিজ উদ্দিন গন্ধী এই সময় উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com