ব্রেকিং

x

আখাউড়ায় ভোটকেন্দ্রে হত্যাকান্ডের ঘটনায় সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৮:৫৮ অপরাহ্ণ

আখাউড়ায় ভোটকেন্দ্রে হত্যাকান্ডের ঘটনায় সাবেক আইনমন্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা, ছাত্রলীগ নেতা তারাগনে গ্রামের নাহিদ খান, তার ভাই জুয়েল খান, একই গ্রামের নাছির মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোটকেন্দ্রে গুলিতে হাদিস নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে আসামী করে আদালতে একটি হত্যার এজাহার দায়ের হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ এজাহারটি মামলা হিসেবে নথিভূক্তের জন্য আখাউড়ার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আখাউড়া পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিগত সরকার আমলে ২০১৪ সালের ২৩ মার্চ তারাগন ভোটকেন্দ্রে গুলিতে আবদুল হাদিস (৪২) নিহত হন। হাদিস বাহার মিয়ার আপন ছোট ভাই। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা, তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের সরাইল ১২ ব্যাটালিয়ান  ভারপ্রাপ্ত অধিনায়ক সিইইউ মেজর এরশাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাশেম ভূইয়া, তাকজিল খলিফার আপন ভাই সিএন্ড এফের সাধারণ সম্পাদক ফুরকান আহামেদ খলিফা, ছোট কুড়িপাইকার জাহাঙ্গীর মিয়া, তারাগন গ্রামের জুয়েল খান (8৫), নাহিদ খান (৩০) ও  নাছির মিয়া (৫৫)।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসময় আবুল কাশেম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী ছিলেন। নিহত হাদিস মিয়া ভোটকেন্দ্রের প্রায় ৩০০গজ দূরে অবস্থান করছিলেন। ভোটকেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামীরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফাকে মুঠোফোনে জানান। আনিসুল ও তাকজিল সেসময় নিহত হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলি করার জন্য বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন। বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে পৌঁছে একটি রাইফেল নিয়ে গুলি করে। বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হলে হাদিছ ঘটনাস্থলেই মারা যান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!