ব্রেকিং

x

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ২

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | ২:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ২৫-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ।


এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি (২৩) ভারতের সাংলী বোম্বে জেলার তাঁজগাও এলাকার মৃত রাজারাম কলির ছেলে ও বাংলাদেশি নাগরিক লিটন দেবনাথ (৩৬) হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের অবনী দেবনাথের ছেলে।


বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, একজন ভারতে যাচ্ছিলেন, আরেকজন ভারত থেকে এসেছিলেন। বজিবি ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২০২২ /৫-এস এর কাছে হীরাপুর স্থান থেকে তাদের আটক করে।

তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ভারতীয় নাগরিক সাগর এক বছর দুই মাস আগে অবৈধভাবে বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্বর্ণকারের কাজে নিয়োজিত ছিল। স্থানীয় মানব পাচারকারী দালাল ও হীরাপুর গ্রামের বিজয় মিয়া (২৮) ও আরমান আলীর ছেলে পারভেজের (২৮) সহযোগিতায় তিনি ভারতে ফেরত যাচ্ছিল। এ ছাড়া লিটন দেবনাথ গত ১০ দিন আগে চুনারুঘাট সীমান্ত দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ভারতের আগরতলায় এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আটক হওয়া ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের আধার কার্ড তৈরির আবেদন ফরম পাওয়া যায়। তাদের আখাউড়া থানায় হস্তান্তর এবং মানবপাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!