ব্রেকিং

x

আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ হনুফা বেগম (৪২) নামে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়, এর আগে রোববার বিকালে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরখার বাস স্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ হাজার পিস ইয়াবাসহ হনুফা বেগমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হনুফা উপজেলার শিবনগর গ্রামের আবুল বাশারের স্ত্রী। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়াকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!