আখাউড়ায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো: তাজুল ইসলাম (৬০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার খারকোট সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ৯টায় আখাউড়া উপজেলার খারকোটে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৯ হাজার ৩৯৫ পিস ইয়াবা ও একটি সিএনজিসহ আখাউড়ার শীর্ষ মাদক ব্যবসায়ি মো: তাজুল ইসলামকে আটক করা হয়। আটকৃত তাজুল ইসলাম উপজেলার শিবনগর গ্রামের আব্দুস সালামের পুত্র।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ি তাজুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com