ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার পুত্র মো: আসাদুল ইসলাম (২৮)। ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে ভারতের বিএসএফ সদস্যরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আসাদুল ইসলাম আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, ভারত সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। এই ব্যক্তি সীমান্তে নদী পার হওয়ার সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com