দিপাবলী উপলক্ষ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদার বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের শুন্য রেখায় তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় হয়। আগরতলার মেয়রের পক্ষ থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের মিষ্টি ও ফল উপহার দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তার হোসেন, ব্যবসায়ি নেসার ভূঁইয়া, শাহনেওয়াজ শানু বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন। ভারতীয়দের পক্ষে ছিলেন ত্রিপুরা রাজ্যের আগরতলা, সীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দী, আগরতলা আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com