ব্রেকিং

x

আখাউড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পত্রিকা বিক্রেতাকে বাইসাইকেল উপহার

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ৫:৩৩ অপরাহ্ণ

আখাউড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পত্রিকা বিক্রেতাকে বাইসাইকেল উপহার

ভোরের আলো ফিরতেই বেরিয়ে পড়া। বাড়ি ফিরেন রাত আট থেকে নয়টা। সারাদিন মাইলের পর মাইল ঘুরে পত্রিকা বিক্রি করেন। বাহন বাইসাইকেল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একমাত্র ভ্রাম্যমাণ পত্রিকা বিক্রেতা মো. শাহ আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয় কালের কণ্ঠ ডিজিটাল ও অনলাইনে। প্রকাশিত প্রতিবেদনে শাহ আলমের ব্যবহৃত বাই সাইকেলটি বেশ পুরোনো বলে উল্লেখ করা হয়। বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কর্তৃপক্ষের। সিদ্ধান্ত হয় শাহ আলমকে নতুন সাইকেল কিনে দেওয়ার। পাঠানো হয় সাইকেল কেনার টাকা। হকার শাহ আলমকে তার পছন্দ মতো বাই সাইকেল কিনে দেওয়া হয়।


বুধবার দুপুরে শাহ আলমের হাতে নতুন বাই সাইকেল তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। জেলার আখাউড়া মডেল মসজিদের সামনে তার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এ সময় শাহ আলম বেশ খুশি হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জুটন বনিক, সিনিয়র সাংবাদিক মফিকুল ইসলাম সুহিন, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনাইদ হোসেন পলক, মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক জহিরুল ইসলাম সাগর, ইকরা কিন্ডার গার্টেনের পরিচালক শেখ নিজাম, দেশবাংলার সাংবাদিক আশীষ সাহা, মানব কণ্ঠের শামীম আহমেদ, আমার দেশ এর মো. রাসেল মিয়া, গণ অধিকার পরিষদ নেতা মো. ইসমাইল হোসেন।
পত্রিকা বিক্রেতা শাহ আলম নতুন সাইকেল পেয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপ আমার কাজটা সহজ করে দিলো। বসুন্ধরা গ্রুপ আরো বেশি এগিয়ে যাক এই দোয়া রইলো।


ইউএনও জি এম রাশেদুল ইসলাম, ‘দেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মতো অন্যরাও মানবিক কাজে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। একজন পত্রিকা বিক্রেতাকে বাই সাইকেল উপহার দেওয়ার বিষয়টি সত্যিই প্রশংসনীয়।’
এ সময় জানানো হয়, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনমাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করবে শুভসংঘ। সেলাই মেশিন দিতে ইতিমধ্যেই অসহায় নারীদেরকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!