ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই খাদ্য বিতরণ হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,এম রাশেদুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান জানান, ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ হয় অনেক মৎস্য চাষী। এর মধ্যে অধিক ক্ষতিগ্রস্থ ৩৫ জন মৎস্য চাষীকে সরকারী প্রনোদনার আওতায় ১০০ কেজি করে মৎষ্য খাদ্য দেওয়া হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১১৮ জন চাষীকে ১০ কেজি করে মাছের পোনা দেয়া হয়। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com