ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারিরিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ধর্ষণের দায়ে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরখার এলাকায় অভিযান পরিচালনা করে এই রকিব মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রকিব উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মানিক ভান্ডারীর ছেলে। বিকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
গত ২১ এপ্রিল সকাল ৮টায় উপজেলার রুটি গ্রামের ১৬ বছর বয়সী এই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে এই যুবক। কিশোরীকে ঘরে একা রেখে মা ও বাবা ঢাকায় গেলে এই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবে না।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com