ব্রেকিং

x

আখাউড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ

আখাউড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি সেক্টর কমান্ডার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গাপুজার মণ্ডপ পরিদর্শন করতে এসে সন্তোষ প্রকাশ করেছেন বিজিবি কর্মকর্তা কর্ণেল রেজাউল কবির। বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার রেজাউল কবির জানান, সার্বিক পরিস্থিতি দেখে তিনি বেশ আনন্দিত। বিজিবি’র ওই কর্মকর্তা বুধবার দুপুর থেকে আখাউড়ার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন। বিকেলে শ্রী শ্রী রাধামাধব আখড়ায় মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘৫ অক্টোবর থেকে বিজিবি পুজার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। মণ্ডপ গুলোতে বিজিবি’র পাশাপাশি পুলিশ ও আনসারের পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির নিজস্ব নিরাপত্তা বলয় রয়েছে। এটা দেখে আমি আনন্দিত। আয়োজনকারিরাও সার্বিক পরিস্থিতিতে এটাকে স্মরণকালের সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা বলে উল্লেখ করে আনন্দের সঙ্গে ও নির্বিঘ্নে পূজা উৎসব পালনের কথা বলেছেন।’


বিজিবি সরাইল ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুরুল হুদাসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ, রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ জানান, এবার ২৪টি মণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসন যেভাবে তৎপর তাতে সবাই খুশি। এছাড়া বিএনপি, জামায়াত, হেফাজত ইসলামসহ বিভিন্ন সংগঠনের তৎপরতার কারণে এখন আর আতঙ্ক নেই বলে তিনি উল্লেখ করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!