ব্রেকিং

x

আখাউড়ায় এক পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | ৩:৪১ অপরাহ্ণ

আখাউড়ায় এক পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আখাউড়ায় বেআইনী ভাবে নির্মান কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কলেজপাড়াস্থ বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকির হোসেন নামে এক ব্যক্তি এই অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার কুড়িপাইকা গ্রামে তার বাড়িতে স্থাপনা নির্মান করার সময় প্রতিবেশী ফয়েজ মিয়া বাধা দেয়। এতে জাকির প্রতিবাদ করলে এ নিয়ে ফয়েজ মিয়া আদালতে পিটিশন দায়ের করে। বিষয়টি তদন্তের জন্য আখাউড়া থানার এ এস আই ধীমান বরুয়াকে দেয়া হয়। আদালতে নিষেজ্ঞা না থাকলেও ৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা ধীমান বরুয়া নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কাজ বন্ধ না করায় এদিন তার নির্মান শ্রমিক শামীমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দেন দরবার করে থানা থেকে নির্মান শ্রমিককে ছাড়িয়ে নেন তিনি। পুনরায় নির্মান কাজ শুরু করলে আবারও পুলিশ কর্মকর্তা ধীমান বরুয়া তার নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।


আখাউড়া থানার এ এসআই ধীমান বরুয়া বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আদালতে মামলা থাকায় দুইপক্ষের সংঘর্ষের আশংকায় কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, আদালতে উভয় পক্ষের মামলা মোকদ্দমা থাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্মান কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!