ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া নামের এক দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। তসিব এই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। স্থানীয় মোগড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, বুধবার মৃত তসিব খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দুপুরে শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, শিশু মৃত্যুর বিষয়টি থানায় কেউ অবহিত করেনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com