ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা ফজলুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে কিশোরী নিজে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষিতা কিশোরীর সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক থেকে মৌলভী দিয়ে বিয়ে হয়। ছেলে পক্ষ এই বিয়ে মেনে না নেয়ায় তাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য ধর্ষিতা তার সম্পর্কে নানা উপজেলার চাঁনপুর গ্রামের ফজলুর রহমান (৬০) এর নিকট যায়। তিনি বিষয়টি নিষ্পত্তির কথা বলে কৌশলে ফুসলিয়ে ২৫ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় ভাবে নিষ্পত্তির চেষ্টা হয়। শেষ পর্যন্ত বিচার না পেয়ে আজ বুধবার ধর্ষিতা নিজে বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, ধর্ষিতা কিশোরীর মা নেই। বোনের বাড়িতে থাকছে। বাবা দ্বিতীয় বিবাহ করে সংসার করছে অন্যত্রে। এই দুর্বলতার সুযোগে ফজলুর রহমান এই ধর্ষণের ঘটনা ঘটায়। তবে বিষয়টি এলাকায় তুলপাড় সৃষ্টি করেছে। সোস্যাল মিডিয়ায় ফজলুর রহমানের ভিডিও চিত্রি ভাইরাল হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com