ব্রাহ্মণবাড়িয়ার আখাউডায় দেশী মদ পান করে নাসির উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রেলওয়ে সুইপার কালোনীর অবৈধ মদের আস্থানায় এই ঘটনা ঘটে। মৃতু নাসির আখাউড়া পৌরসভার রেনু মিয়ার পুত্র।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে রেলওয়ে সুইপার কলোনীর বাসিন্দা রাজন হরিজনের ঘরে দেশী মদ পান করে নাসির উদ্দিন। মদ পান করার পর অসুস্থ্ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে কলোনির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউডা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত বলেছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্র্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com