ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আখাউড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা মনিয়ন্ধ ইউনিয়নের মনিয়ন্ধ গ্রামে অভিযান পরিচালনা করে সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আপেল মিয়া (৩৬)কে গ্রেফতার করে। একই সময়ে উপজেলার শান্তিনগর গ্রামে অভিযান চালিয়ে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আহমেদ (৬৩)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আপেল মেম্বারের বাড়ি উপজেলার মনিয়ন্ধ ও গোলাম আহমেদের বাড়ি শান্তিনগর গ্রামে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এদিকে পুলিশ বুধবার সন্ধ্যা পোনে ৬টায় উপজেলার মনিয়ন্ধ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মো: সিরাজ মিয়া (৬৩) নামে এক মাদক ব্যবসায়িকে হাতেনাতে গ্রেফতার করে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ বড় লোহঘর গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লাকসু মিয়া (৫০) ও মো: রায়হান প্রকাশ রিফাত আহমেদ (২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ি বা অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে কেউ রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com