ব্রেকিং

x

আখাউড়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ | ৫:৫৩ অপরাহ্ণ

আখাউড়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানে তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতন তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ইটনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, উপজেলার ইটনা গ্রামের শাহী মসজিদে রমজানের তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের হাদিয়ার টাকা তুলতে গ্রামের জীবন মিয়াকে দায়িত্ব দেয়া হয়। টাকা তুলতে গিয়ে মঙ্গলবার একই গ্রামের শরীফ মিয়ার সাথে জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার সকাল ৯টার দিকে লোকজন জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে শরীফ মিয়া, জীবন মিয়া, কবির মিয়া, রবিউল্লাহ, আ: ওহাব, রাজু সজিব, জীবন মিয়া, জয়নাল, ফোরকানসহ কমপক্ষে ১২ জন আহত হয়।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুৎফুর রহমান জানান, সংঘর্ষে আহত ১২ জনকে সকালে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!