ব্রেকিং

x

আখাউড়ায় ঠিকাদার শেখ সোহেল রানার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

আখাউড়ায় ঠিকাদার শেখ সোহেল রানার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
শেখ সোহেল রানা

আখাউড়ায় বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃত শেখ সোহেল রানার বিরুদ্ধে আওয়ামী শাসন আমলে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। তার আপন ছোট ভাই প্রবাসী শেখ আরিফের স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে সম্প্রতি আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আজ শনিবার অভিযোগকারী রোজিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।


রুজিনার লিখিত অভিযোগে জানাগেছে, প্রবাসে চাকুরী করে বিগত ২ অক্টোবর ২০১৭ সালে ২৪৪৭ নং দলিল মূলে ৬.৭০ শতাংশ বাড়ির জায়গা ক্রয় করে রুজিনা বেগম। গত দুই বছর আগে শেখ সোহেল রানা এই ভুমি জোরপূর্বক দখল করে পাকা ওয়াল দিয়ে গাড়ির গেরেজ নির্মান করে। তখন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠসহচর হিসাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই জমি জবরদখল করে সোহেল রানা। তখন এই ভুমি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করে রুজিনা বেগম কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার কাছে হার মানতে হয় তার। শেখ হাসিনা পতনের পর তিনি এই ভুমি উদ্ধারের জন্য থানায় হাজির হয়েছেন।
তিনি আরো বলেন, থানায় অভিযোগের পর শেখ সোহেল রানা অবৈধ জবরদখল ছেড়ে দেয়ার কথা বলে বিষয়টি প্রাথমিক ভাবে নিষ্পত্তি করলেও সে পুরাতন ওয়াল ভেঙ্গে নতুন করে ওয়াল থেকে তার জমি দখল করেছে পুনরায়।
এই অভিযোগের প্রথম স্বাক্ষী শেখ সোহেল রানার বড় ভাই শেখ আমজাদ হোসেন জানান, তার ছোট ভাই শেখ সোহেল রানা মেয়র কাজল ও আওয়ামী লীগের দাপটে আরেক ছোট ভাই শেখ আরিফের স্ত্রী রুজিনার জমি দখল করেছে। জমিটি দখলমুক্ত না হলে রুজিনা বাড়ি করে থাকতে পারবে না। এদিকে অভিযুক্ত শেখ সোহেল রানা বিস্ফোরক মামলায় জেলহাজতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন জানান, রুজিনার অভিযোগ দাখিলের পর দুইপক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। মামলা তুলে নিবে বলেছে রুজিনা কিন্তু এখন সে মামলা তুলবেনা বলে জানিয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!