ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মুরাদ মিয়া (২৮) নামে এক চোর হয়েছে। শুক্রবার রাতে রেল পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া রেলওয়ে পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত জানান, গত সোমবার রাতে চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দুইজন ট্রেন ড্রাইভার, ট্রেনের গার্ড ও গ্রেপ্তারকৃত মুরাদ মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়। শুক্রবার রাতে মামলার এজাহারভুক্ত আসামী মুরিদা মিয়াকে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরো জানান, বাকী চোরদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com