ব্রেকিং

x

আখাউড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ

আখাউড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সড়ক বাজার প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে সমাবেশ করা হয়।

আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতে আমির মোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আখাউড়া শাখার সভাপতি প্রকৌশলী এবিএম সাদেক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিফাত উল্লাহ প্রমুখ।


অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার দাবী জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে দফায় দফায় দ্রব্যমূল্যের দাম বাড়ে। ফ্যাসিবাদের দোশরেরা সিন্ডিকেটের নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে সাধারন জনগণের টাকা লুটছে। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে, অসৎ ব্যবসায়িদেরে আইনের হাতে তুলে দিতে হবে।
রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা বাজারের হোটেল রেস্তুরাসহ সকল খাবারের দোকান বন্ধ রাখতে বক্তারা ব্যবসায়িদের প্রতি আহবান জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!