ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অভিযোগে চার মহিলার চুল কেটে দেয়া হয়েছে। রোববার রাতে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত সুমন চন্দ্র দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মহিলাদের চুল কাটার প্রতিবাদে আজ সোমবার দুপুরে কিছু লোক শহরে মিছিল করেছে। এর আগে এই ঘটনার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৯টার দিকে পৌর শহরের হাজী নুর মার্কেটে ’চানপুর এলুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে চার মহিলার বিরুদ্ধে কড়াই চুরির অভিযোগ উঠে। চুরির অভিযোগ অস্বিকার করায় দোকানদার লোকজন জড়ো করে মহিলাদের মারধর শুরু করে। এক পর্যায়ে সুমন চন্দ্র দাস নামে এক দোকানদার মহিলাদের মাথার চুল কেটে দেয়। তবে মহিলাদের পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, চুল কাটার ঘটনায় ১৪/১৫ জন জড়িত। তাদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
তিনি বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত করার জন্য তথ্য প্রমান ছাড়া ’মুসলিম নারীর চুল কেটে দিয়েছে হিন্দু ছেলে’ এমন উস্কানীমূলক খবর প্রচার হয়েছে সোস্যাল মিডিয়ায় যা সঠিক নয়। এটি চুরির ঘটনাকে কেন্দ্র করে হয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com