ব্রেকিং

x

আখাউড়ায় চার আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৮

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | ৬:০৬ অপরাহ্ণ

আখাউড়ায় চার আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৮

আখাউড়ায় চার আওয়ামী লীগ নেতাসহ ৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে আখাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। আজ বিকালে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার দেবগ্রাম থেকে উপজেলা যুবলীগের সদস্য শেখ মো: সোহেল রানা (৪৮)কে গ্রেফতার করে। পরে রাধানগর কলেজপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় উপজেলা যুবলীগের আরেক সদস্য মনির হোসেন (৪০)কে। মোগড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জাঙ্গাল ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: আবুল কাশেম (৫৮)কে। মনিয়ন্দ ইউপির ছোট টনকী থেকে গ্রেফতার হয় আরেক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলুল হক (৫৫)কে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানার বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে অপর একটি অভিযানে পুলিশ অভিযান পরিচালনা করে দক্ষিণ ইউপির সাতপাড়া থেকে কবির খান (৩৫), হীরাপুর থেকে রফিক মিয়া (২৪) ও  মো: রাব্বি মিয়া (২৩)কে গ্রেফতার করেছে। আখাউড়া থানার একটি মামলায় তদন্তে প্রাপ্ত অভিযুক্ত আসামী তারা।
আরেক অভিযানে পুলিশ মনিয়ন্দের মিনারকোট থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাকিব ভুইয়াকে গ্রেফতার করে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!