ব্রেকিং

x

আখাউড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ৩:৩২ অপরাহ্ণ

আখাউড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

আখাউড়ায় জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
মাত্র ৬ বছর বয়সী আখাউড়ার একমাত্র শহিদ জাবের ইব্রাহীমের পিতা কবির হোসেনসহ আহত দুই ছাত্র মো: মোসতাহিদ হোসেন ভুইয়া সামি ও মো: শাকিল মিয়া সভায় উপস্থিত ছিলেন। স্মরণ সভায় জুলাই আগষ্টে শ্বৈরাচার আওয়ামী সরকারের দোসরদের হামলায় হতাহতের ঘটনার বর্ননা দেন আহত ছাত্র ও শহীদের পরিবার। শহীদ জাবের ইব্রাহীমের নামে একটি রাস্তার নাম করণ করার দাবী করেন তার বাবা কবির হোসেন।


সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সজিব মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসছুম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খান, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম ভুইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন খান, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এইচ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইমাম পরিষদের সভাপতি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ ও আহতের প্রতি যথাযথ সম্মান, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মাহফিল হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী কেফায়েত উল্লাহ মাহমুদী।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!