ব্রেকিং

x

আখাউড়ায় কুকুরের কামড়ে আহত ৬

সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ১০:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় কুকুরের কামড়ে আহত ৬
ব্যান্ডেজ করা পায়ের ছবি রবিউল ইসলামের। পুকুরের ছবি অনলাইন থেকে নেয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ ৬ জন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় থেকে দুই ঘন্টার ব্যবধানে তারা পৌরসভার রাধানগর ঘোষ পাড়ায় কুকুরের আক্রমণের শিকার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হল রাধানগর গ্রামের প্রহলাদ ঘোষ (১২), রবিউল ইসলাম (১৩), আবুল হোসেন (৭৮) সুকুমার দাস (৬২), মো: মোজাহিদ (১২) ও শিউলী বেগম (২০)


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান কুকুরের কামড়ে আহত ৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় প্রহলাদ ঘোষকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া পরে ঢাকায় পাঠানো হয়েছে। সুকুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সোমবার ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার রাধানগর ঘোষ পাড়ার রাস্তায় কয়েকটি বেওয়ারিশ কুকুর পথচারীদের উপর আক্রমন শুরু করে। সাড়ে ৬টা থেকে টানা রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘন্টায় এই ৬ জনকে কামড়িয়ে আহত করেছে। অনেকে দৌড়ে রক্ষা পেয়েছে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুর তারিয়েছে বলেও তারা জানান।
স্থানীয়রা আরো জানায়, রাধানগর রাস্তা গুলোতে সম্প্রতি বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। কেউ রেহাই পাচ্ছে না কুকুরের আক্রমন থেকে। সম্প্রতি পৌরসভা এলাকায় আশঙ্কাজনকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুর। গলির রাস্তা গুলোতে দল বেঁধে ঘুরতে থাকে এসব কুকুর।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!