ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে। আজ রোববার পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এই অভিযানে এক সবজি বিক্রেতাসহ ফুটপাত দখলের অভিযোগে ৬ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
উপজেলা প্রশাসন জানায়, রমজানে আখাউড়া উপজেলায় বাজার মনিটরিং চলছে। আজ রোববার দুপুর ১টার দিকে পৌরসভার ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মহসীন মাইক সার্ভিসসহ ৫ জন ব্যবসায়িকে ফুটপাত দলের অভিযোগে জরিমানা করা হয়। এর আগে মূল্য তালিকা না থাকায় কাঁচা বাজারে এক ব্যবসায়িকেও জরিমানা করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহি জানায়, রমজানের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে। কেউ অনিয়ম করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com