ব্রেকিং

x

পরকয়িা প্রেমের ফাদে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনা

আখাউড়ায় এক মহিলার বর্তমান স্বামীকে কুপিয়ে জখম করল সাবেক স্বামী

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ১০:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় এক মহিলার বর্তমান স্বামীকে কুপিয়ে জখম করল সাবেক স্বামী
মিশন আলী ও পাশে মগা মিয়ার জখম মাথা

আখাউড়ায় এক মহিলার বর্তমান স্বামী মগা মিয়া (৫০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করল সাবেক স্বামী মিশন আলী (৭০)। মিশনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার তারাগন গ্রামে এই ঘটনা ঘটে। মগা মিয়াকে গুরুত্ব অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


স্থানীয় লোকজন জানায়, গত ৫ বছর আগে কসবার মাইজখার গ্রামের মিশন আলীর স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাদে ফেলে কুমিল্লার মগা মিয়া পালিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে মিশন আলী তার স্ত্রীকে খোজে বেড়াচ্ছে। দীর্ঘ ৫ বছর পর আজ বৃহস্পতিবার উপজেলার তারাগন গ্রামে শের আলী শাহ মাজারের ওরশে মগা মিয়ার সঙ্গে স্ত্রীকে দেখতে পায়। এতে মগা মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে মিশন আলী। এক পর্যায়ে দা দিয়ে এলোপাথারী কুপিয়ে মগা মিয়া রক্তাক্ত জখম করে। পরে ওরশের লোকজন মিশন আলীকে ধরে সেখানে কতব্যরত পুলিশের হাতে সোর্পদ করে এবং মগা মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ আব্দুল হাসিম জানায়, অভিযুক্ত মিশন আলী থানায় আটক রয়েছে। অভিযোগ হাত পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!