ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তালাবদ্ধ একটি ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে পৌরশহরের দেবগ্রাম নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
তোফাজ্জল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, তোফাজ্জল হোসেন চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানেই প্রেম করে বিয়ে করেন। কয়েক মাস ধরে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, কয়েক দিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। শনিবার দুপুর থেকে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে দরজা ভেঙে গলিত অবস্থায় লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহটি পচে-গলে পোকা ধরে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তাও স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। তবে এ ঘটনায় অন্য কোন রহস্য আছে কিনা পুলিশ তা তদন্ত করে খতিয়ে দেখবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com