ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আক্কাছ আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ধরখার গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে কেউ তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখে যায়। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। নিহত আক্কাছ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের পুত্র।
পুলিশ জানায়, নিহত আক্কাসের গলায় জখম রয়েছে। সোমবার রাতে তাকে কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখে যায়। প্রাথমিক তদন্তে এটি হত্যাকান্ড বলেও পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আক্কাছ আলী গত দুই বছর ধরে উপজেলার ধরখার গ্রামের মো: জানে আলমের পুকুর পাহারা দিত। প্রতিদিনের মত সোমবার রাতেও পাহারা দেয় কিন্তু সকালে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ পুকুরে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com