ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষের বর্ষবরণ উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ৯টায় আনন্দ শোভাযাত্রা দিয়ে বর্ষবরণ উদযাপন শুরু হয়। সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়। পরে সাড়ে ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম রাশেদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মো: সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক মো: আক্তার খান, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এই মামুন, উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com