ব্রেকিং

x

আখাউড়ায় ঈদ উপহারের তালিকায় মুরগী

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ | ১০:৩৩ পূর্বাহ্ণ

আখাউড়ায় ঈদ উপহারের তালিকায় মুরগী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যতিক্রমী ঈদ উপহার দিয়েছেন মো. ইয়াছীন খান নামে এক প্রবাসী। বৃহস্পতিবার পৌর এলাকার তারাগনে তার নিজ বাড়ি থেকে প্রায় ১০০ মানুষের মাঝে মুরগী, সেমাই, চিনি আটাসহ বিভিন্ন ঈদ উপহার তুলে দেন। উপহার হিসেবে মুরগী পেয়ে খুশি হন দরিদ্ররা।


প্রবাসী ইয়াছীন খানের উদ্যোগে ‘কফি হাউজের আড্ডা’ নামে ফেসবুক সংগঠনের সহযোগিতায় মোট ৯৬ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া ১৬ জন মাদরাসা ছাত্রকে ঈদের পোশাক ও আটজনকে নগদ টাকা দেওয়া হয়। সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি মো. রুস্তত খান। এ সময় মো. রব্বান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেহেনা বেগম নামে এক নারী বলেন, ‘এবারের ঈদে মুরগি কিনা হইতো কিনা আমি জানিনা। ইহান থেইক্কা মুরগী পায়া বালা লাগতাছে। যে দিছে তার লাইগ্যা দোয়া করি। মানুষরে যেন তাইন উপকার করতে পারে দোয়া রইলো।’
ইয়াছীন খান বলেন, ‘করোনা মহামারীর সময় থেকে আমি ঈদ উপহার দেওয়া শুরু করেছি। এবারের ঈদ উপহারে মুরগীসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়েছি। আমার এলাকার সাধারন মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!