ব্রেকিং

x

আখাউড়ায় ঈদের আগে লাগামহীন মুরগির বাজার

রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১২:২৮ অপরাহ্ণ

আখাউড়ায় ঈদের আগে লাগামহীন মুরগির বাজার

কয়েক দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাজার গুলোতে বেড়েছে মাংসের দাম। ঈদের বাজারে মুরগি ও গরুর মাংসের দামে অনেক প্রভাব পড়েছে। বিশেষ করে লাগামহীন মুরগির বাজার। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।


আজ রোববার আখাউড়া পৌরসভার সড়ক বাজারসহ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখাগেছে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুরগির দাম অনেক বেড়েছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী ও লাল মুরগি কেজিতে ১০০ টাকা বেড়ে ৩৫০ টাকা, দেশী মুরগি ৫০০ টাকা থেকে ১৫০ টাকা বেড়ে ৬৫০ টাকা হয়েছে।


ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিনদিনের ব্যবধানে মুরগির দাম কেজিতে ৭০ থেকে ১০০ টাকা বেড়েছে। গরুর মাংস থেকেও কেজিতে ৫০ টাকা বেশী নেয়া হচ্ছে।
ব্যবসায়িরা জানায়, ঈদের মাত্র একদিন বাকী। ফলে বাজারে মাংসের চাহিদা বেড়েছে কয়েকগুণ আর চাহিদা বাড়লে দাম এমনিতেই একটু বেড়ে যায়।
এক মুরগি ব্যবসায়ি জানায়, সব ধরনের মুরগির দামই বেড়ে গেছে। আগে যে দামে তারা বিক্রি করেছিল এখন সে দামে কিনতেই পারিনা।
দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মিন্টু ও সেন্ট মিয়া নামে কয়েকজন। ঈদের আগে এতো দাম কখনো ছিলনা। তিনদিনের ব্যবধানে মুরগির দাম বাড়িয়ে দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!