ব্রেকিং

x

আখাউড়ায় আলোচিত আওয়ামী ঠিকাদার শেখ সোহেল রানা গ্রেফতার

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | ৫:৩৪ অপরাহ্ণ

আখাউড়ায় আলোচিত আওয়ামী ঠিকাদার শেখ সোহেল রানা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত ঠিকাদার উপজেলা যুবলীগের সদস্য শেখ মো: সোহেল রানা (৪৬) গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে আখাউড়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।


পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আখাউড়া পৌরসভার দেবগ্রামে অভিযান পরিচালনা করে শেখ মো: সোহেল রানাকে গ্রেফতার করা হয়। একটি বিস্ফোরক মামলায় তদন্তে প্রমানিত অপরাধী হিসাবে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ শাসন আমলে সব সরকারী অফিস ও রাস্তাঘাটের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। আইনমন্ত্রীর ঘনিষ্ঠসহচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল বাহিনীর গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন তিনি।


খোজ নিয়ে জানাগেছে, একসময় শেখ সোহেল রানা ছিলেন বিএনপিতে। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর রাতারাতি তিনি আওয়ামীলীগ হয়ে যান। সাবেক আইনমন্ত্রী ও মেয়রের নিজস্ব ঠিকাদার হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। আওয়ামী শাসনে শুরু হয় তার ঠিকাদারি বানিজ্য। মেয়র কাজলের সহযোগীতায় প্রকাশ্যে তিনি নিজের পেরেন্টস নামে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন লাইসেন্সের নাম দিয়ে পৌরসভা ও উপজেলার প্রায় সব সরকারী কাজ ভাগিয়ে নিয়ে যেতেন। কিছু তিনি নিজে করেন, কিছু অন্যকে দিয়ে করিয়ে ঠিকাদারি কাজে রাজত্ব গড়ে তুলেন। নিম্নমানের মালামাল দিয়ে নাম মাত্র কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। কাজের টাকা ভাগাভাগি করে নিতেন মেয়রের সঙ্গে। শুধু তাই নয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মেয়রকে দিয়ে বেআইনী ভাবে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে পার্ট টাইম শিক্ষক থেকে তার স্ত্রী ফয়েজুন নেছা লিজাকে প্রভাসক হিসাবে জয়েন্ট করায়। পরপর দুইবার কাজলের মেয়র নির্বাচনে তিনি ভোট কেন্দ্র দখল করার মত অপরাধের মূল হোতা ছিলেন বলে এলাকায় প্রচার রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃত শেখ সোহেল রানাকে আদালতে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!